এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
১০ আগস্ট, ২০২৫
ফাইল ছবি | ইনকিলাব
মহান শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নড়াইলের জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন। কর্মসূচির মধ্যে রয়েছে- শিল্পীর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনখানি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল। এ ছাড়া শনিবার (৯ আগস্ট) থেকে জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদ্যাপন কমিটির আয়োজনে ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে শুরু হয়েছে ‘আমরা পরাজিত হলে এস এম সুলতানের স্বপ্ন আড়ালেই থেকে যাবে’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।
বিশিষ্ট লেখক আহমেদ ছফা তাঁর একটি প্রবন্ধে শিল্পী এস এম সুলতান সম্পর্কে লিখেছেন- 'কোনো কোনো মানুষ জন্মায়, জন্মের সীমানা যাদের ধরে রাখতে পারে না। অথচ যাদের সবাইকে ক্ষণজন্মাও বলা যাবে না। এরকম অদ্ভুত প্রকৃতির শিশু অনেক জন্মগ্রহণ করে জগতে, জন্মের বন্ধন ছিন্ন করার জন্য যাদের রয়েছে এক স্বভাবিক আকুতি। শেখ মুহাম্মদ সুলতান সে সৌভাগ্যের বরে ভাগ্যবান, আবার সে দুর্ভাগ্যের অভিশাপে অভিশপ্ত।'
অপূর্ব বাঁশি বাজাতেন সুলতান। বাজাতেন তবলা। শাড়ি পরে পায়ে ঘুঙুর পায়ে নাচতেন আপন খেয়ালে। বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যখন তাকে 'ম্যান অব অ্যাচিভমেন্ট' সম্মাননা প্রদান করল তখনো তিনি বললেন, 'শিল্পের কখনো পুরস্কার হয় না। শিল্পের ভার তো প্রকৃতি স্বীয় হাতে প্রদান করে।'
এস এম সুলতান পুরো ভারতবর্ষ চষে বেড়িয়েছেন। ঘুরে বেড়িয়েছেন ইউরোপ আমেরিকার নানা দেশে। পৃথিবী বিখ্যাত সব শিল্পী পাবলো পিকাসো, হেনরি মাতিস, সালভাডর ডালি প্রমুখের সাথে নিজের আঁকা ছবির প্রদর্শনী করেছেন বিশ্বের নামজাদা সব গ্যালারিতে।
জন্মদিনে এই মহান শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।